বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
তোফায়েল আহমেদের খাদ্য সামগ্রী নিয়ে ৪নং ওয়ার্ডের কর্মহীন মানুষদের পাশে আসাদ হোসেন জুম্মান
করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সারাদেশে অসহায় দুস্থ গরীব মানুষের মাঝে ত্রাণ-সাহায্য প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে ভোলার গণ-মানুষের নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এর নির্দেশে সমগ্র ভোলা জেলায় ত্রাণ -সামগ্রী প্রদান করা হচ্ছে অসহায় মানুষের মাঝে।
তারই ধারাবাহিকতায় ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আসাদ হোসেন জুম্মান ভোলার মানুষের অহংকার জননেতা তোফায়েল আহমেদ এর নির্দেশে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডে ৭৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে পৌর ৪নং ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা পৌর আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব আলী (আবু মিয়া), থানা আওয়ামীলীগ এর কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ এর নেতা-কর্মীরা।