ভোলায় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলে কার্ডের চাউল বিতরণ
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে সামাজিক দূরুত্ব বজায় রেখে জেলে কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন ৩ হাজার ৫ শত ৩৫ জন জেলের জন্য ৪৫ কেজি করে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন সামিম, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া, ট্যাগ অফিসার জহির রায়হানপ্রমুখ।
সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন বলেন, ইলিশার জেলেদের মধ্যে সুষ্ঠু সুন্দর ভাবে আজ চাউল বিতরণ করা হবে, স্থানীয় এবং মিডিয়া কর্মীসহ কারো কোন অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া বলেন, আমি আজকের দিনের জন্যই চাউল বিতরণ করিনি, আমিই প্রথম সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি জেলা প্রশাসনের সহায়তায় জেলে কার্ডের চাউল বিতরণ করার জন্য অবশেষে আজ সেটা হয়েছে।
তিনি বলেন সামাজিক দূরুত্ব বজায় রেখে আমরা চাউল বিতরণ করছি এবং পুলিশ নৌ বাহিনী আমাদের সার্বিক সহযোগীতা করছেন।