ধনিয়া ইউনিয়ন বিজেপি’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের প্রভাবে অচল হয়ে পড়েছে গোটা দেশ। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ। ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের পক্ষ থেকে ত্রাণ দিয়ে ওই সব শ্রমজীবি মানুষের মাঝে দাঁড়িয়েছে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন বিজেপি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মরহুমা আলহাজ্ব জরিনা ইলিয়াছ নূরানী মাদ্রাসার মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ধনিয়া ইউনিয়ন বিজেপি’র সাধারন সম্পাদক আবুল বাছেত বাচ্চু হাওলাদার কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,বিজেপি’র নেতা মিজাম উদ্দিন গোলদার, নাজিম উদ্দিন জমাদার, সেচ্ছাসেবকপার্টির ধনিয়া ইউনিয়ন সভাপতি মোঃ রিয়াজ পাঠওয়ারী, ফিরোজ, তাজউদ্দীন।