চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দৌলতখানে জীবাণুনাশক স্প্রে ছিটালো নৌ-বাহিনী
দৌলতখানে করনো ভাইরাস সংক্রামন মোকাবেলায় জীবানুনাশক স্পে ছিটিয়েছে নৌ বাহিনী। এছাড়াও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে দৌলতখান উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে সচেতনতামূলক প্রচারনা চালিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় দৌলতখান উপজেলায় এসব সামাজিক কার্যক্রম করেন নৌ সদস্যরা। এ সময় উপজেলার পৌর শহরের সড়ক ও রিক্সায় জীবানুনাশক স্পে ছিটানোর পাশাপাশি জনগনকে বাড়িতে থাকার জন্য মাইকিং করেছেন তারা । নৌ বাহিনীর কন্টিজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ জানান, জেলা ও উপজেলায় প্রত্যেকদিন নৌ বাহিনীর টহল চলছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দুরত্ব নিশ্চিতসহ সকল হাট বাজারে অভিযান করছে নৌ বাহিনী।
এদিকে দৌলতখান বাজারের পৌর শহরের দক্ষিণ ও উত্তর মাথার সড়ক গুলোতে উপজেলার ফায়ার স্টেশনের উদ্যোগে জিবানুনাশক স্প্রে ছিটানো হয়।