ভোলার বোরহানউদ্দিনে ৩৫ মসুল্লি আটক ॥ ট্রাক চালকের জরিমানা

ভোলা বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে নৌ-বাহিনীর হাতে ২৫ জন তাবলীগ জমাতের মুসল্লিসহ ৩৫ জন কে আটক করা হয়। এসময় ট্রাক চালক মোহাম্মদ আলী কে মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, লক ডাউন অমান্য করে নারায়নগঞ্জ ও কেরানীগঞ্জ হতে আসা তাবলীগ জামাতের ২৫ জন সহ ৩৫ জন ট্রাকে করে ভোলায় চরফ্যাশনে যাচ্ছিলো। খবর পেয়ে নৌ-বাহিনীর কমান্ডার মো: ইমাম ও নুর মোহাম্মদ নৌ-বাহিনীর একটি টিম নিয়ে বোরহানগঞ্জ বাজারে বুধবার সকালে ট্রাক সহ ৩৫ জনকে আটক করেন।
পরে মোবাইল কোর্টে ট্রাক চালক মোহাম্মদ আলী কে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর আটককৃততরা চরফ্যাশন উপজেলার হওয়ায় তাদেরকে চরফ্যাশনে যে কোন একটি স্কুলে ১৪ হোমকোরেন্টে রাখা হবে জানান। তিনি আরোও জানান, করোনা ভাইরাস বিষয়ে তাদেরকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।