সর্বশেষঃ

করোনা প্রতিরোধে ঘরে থাকলেই মিলবে পুরস্কার ওসি বজলার রহমান

দৌলতখান উপজেলায় করোনা ভাইরাসের ভয়াবহতায় যে পরিবারের সকল সদস্য সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করেছেন এমন পরিবারের সকল সদস্যকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান পুরুস্কৃত করেছেন।

আজ (বুধবার) সকাল থেকে দৌলতখান থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বাড়ী বাড়ী গিয়ে এসব পরিবারকে অনুসন্ধান করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান এমন পরিবারের সকল সদস্যদের হাতে একটি করে মাক্স, একটি করে হ্যান্ড স্যানিটাইজার, একটি করে সাবান একটি স্যাভলন ওই পরিবারের হাতে তুলেদেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, যে সকল পরিবার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের বাইরে অবস্থান করেছেন এমন পরিবারকে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতন মূলক বক্তব্য প্রদান করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রণ ঠেকাতে জন সমাগম এড়িয়ে চলতে তাদেরকে নিজ নিজ উদ্যোগে সচেতনতায় সরকারের ও স্থানিয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বিভিন্ন দীর্ঘ নির্দেশনা দেয়া হয়।

পুলিশের পক্ষথেকে এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন দৌলতখান উপজেলার ঘরে অবস্থান নেয়া পরিবার গুলো।

এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, ওসি তদন্ত সাদিকুর রহমান, পুলিশের সদস্য বৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।