ভোলার কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার
করোনাভাইরাস আতঙ্কে ভোলার কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
মঙ্গলবার দুপুরে ২নং ইলিশা ইউনিয়নের জংশনস্থ গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এই সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন,আপনারা আজকে যে ভাবে সামাজিক দূরুত্ব বজায় রেখে বসেছেন এই নিয়ম সব জায়গায় বজায় রাখবেন এবং আপনাদের খাদ্য সামগ্রী অভাব থাকলে আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো তবে এই সংকট কেটে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের সচেতন হতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন সদর সার্কেল মোঃ মহসিন, ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল, এ এস আই সুজন, আবু কালামপ্রমুখ।