প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলো কোস্টগার্ড

চলমান করোনাভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত রোববার (৫ এপ্রিল২০২০) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে কোস্টগার্ডের সর্বস্তরের সদস্যদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এ সময় কোস্টগার্ড মহাপরিচালক করোনাভাইরাসের বিস্তার রোধে বাহিনীর গৃহীত পদক্ষেপসমূহ তাকে অবহিত করেন এবং ভবিষ্যতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক প্রায় ২৫০০ দুস্থ্য  কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে এই সাহায্য চলমান থাকবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।