২০২০ সালের সাহরি ও ইফতারের সূচি প্রকাশ

আগামী ২৫ এপ্রিল রোজা শুরু হতে পারে ধরে নিয়ে এবারের সাহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন যে সূচি প্রকাশ করেছে, তাতে ২৫ এপ্রিল প্রথম রোজা হলে ঢাকা ও আশপাশের এলাকার মানুষদের সোমবার ভোর ৪টা ৫ মিনিটের মধ্যে সাহরি খেয়ে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ইফতার করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলভাবে সাহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম রোজা শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।