চরফ্যাশনে মাটির নিচে চাঁপা পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির দরজায় কৃষি খামারের ভেকু মেশিনের কাটা মাটির নিচে চাপা পড়ে জিসান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। জিসান উপজেলার ভাষান চর গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, রবিবার ৪ টা ৪৫ মিনিটের সময় জিসান খেলতে গিয়ে কৃষি খামার করার জন্য ভেকু মেশিনের কাটা মাটির নিচে চাপা পড়ে। খবর শুনে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।