সর্বশেষঃ

করোনা ভাইরাস প্রতিরোধে ভোলায় ব্র্যাকের নানা আয়োজন

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধে সারাদেশের ন্যায় ভোলায় সরকার এর সাথে বিশ্বের সর্ব শ্রেষ্ঠ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সকল কর্মী বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলার ব্র্যাকের প্রতিনিধিদের সাথে আলাপ কালে এসকল তথ্য উঠে এসেছে।

ভোলা সদরসহ সকল উপজেলায় কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে সকল স্তরের মানুষের কাছে লিফলেট বিতরন,বাজার মোড়ে সচেতনা ব্যানার, মাইকিং করা,বাজারে সামাজিক দূরত্ব চিহ্ন প্রদান,মোড়ে মোড়ে হাত দোয়ার বেসিং বসানো ও সকল বাজারে পৌরসভার সহায়তায় জীবানু নাশক স্প্রে করা হয়।

এছাড়াও প্রায় ১ লক্ষ গ্রাহকের সাথে ফোন কলের মাধ্যমে সচেতনতা তৈরির মাধ্যমে সরকারী স্বাস্থ্য বার্তা মেনে চলার অনুরোধ করা হয়। এবং তথ্য সংগ্রহ করে প্রশাসনের সাথে মতবিনিময় করা হয়। সরকার কর্তৃক অনেকদিন ছুটি থাকার কারনে ভোলা সহ সারা দেশে ১ লক্ষ হত দরিদ্র মানুষের মাঝে ২ সপ্তাহের খাবার বাবদ ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে ব্র্যাক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page