তজুমদ্দিনে সেচ্ছসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
ভোলার তজুমদ্দিনে নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস দূর্যোগের কারণে কর্মহীন ১৫০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন শিবপুর ইউনিটি সোসাইটি’র আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসেরহাট শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ত্রান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদক ফজলুল হক দেওয়ান, নৌবাহিনীর কমান্ডার মোঃ আহসান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, তজুমদ্দিন পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ছাইদুজ্জামান, শম্ভুপুর দক্ষিণ আ’লীগের সম্পাদক মোঃ কামাল উদ্দিন, তজুমদ্দিন সরকারী কলেজ ছাত্রলীগের সম্পাদক মোঃ সাইফুদ্দিন সবুজ প্রমুখ।