সর্বশেষঃ

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়ালো লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান

“বল কী তোমার ক্ষতি, জীবনের অথৈ নদী, পার হয় তোমাকে ধরে, দুর্বল মানষ যদি” এই প্রত্যয়ে চলমান করোনা পরিস্থিতিতে লালমোহন পৌরসভার ভুক্তভোগী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশ ও মানুষের জন্য সোচ্চার গনমাধ্যমকর্মীদের সংগঠন লালমোহন মিডিয়া ক্লাব এবং ক্লাবটির প্রধান উপদেষ্টা ভিয়েনাপ্রবাসী বরেন্য সাংবাদিক মাহবুবুর রহমান। জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মশুরী ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন তৈল ও ১টি সাবান প্যাকেজে লালমোহন পৌরসভার শত পরিবারের মাঝে ১ এপ্রিল ২০২০ বুধবার সকাল ১০ টায় লালমোহন পূর্বপাড়াস্থ রোদসী ভবন প্রাঙ্গনে (সাত্তার মিয়ার মাঠ)এ মানবিক সহায়তা তুলে দেয়া হয়। লালমোহন মিডিয়া ক্লাবের আয়োজনে ও লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইউরোসমাচার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান এর পক্ষ থেকে দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরন করেন লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক কবি রিপন শান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, দপ্তর সম্পাদক জাকির হোসেন জুয়েল। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, সাংবাদিক ইব্রাহীম আকাশ ও লালমোহন মিডিয়া ক্লাবের প্রচার সম্পাদক জসিম মাতাব্বর প্রমূখ

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।