ভোলায় ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুল
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতির কারনে গত ১৭ মার্চ থেকে সরকারি নির্দেশনার আলোকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের পড়ালেখায় যাতে ব্যাঘাত না হয় সেজন্য দ্বীপ জেলা ভোলার ধনিয়া তুলাতুলীর ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুল ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে।
শিক্ষকবৃন্দ বাসায় বসেই সকল শিক্ষার্থীদেরকে ডিজিটাল পদ্ধতিতে অনলাইন ও এসএমএস এ সংযুক্ত করার মধ্য দিয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৬ শে মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সকল ক্লাসের অনলাইনে ও এসএমএস এ টার্ম টেস্ট নেওয়া হয়।
মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুলের এই ব্যতিক্রমি উদ্যোগে স্কুলের সকল অভিভাবক ও শুভাকাঙ্খিরা দারুন খুশি। সবাই আশা করছেন মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুলের এই উদ্যোগ প্রায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া এই সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার ঘাটতি পূরনে অসামান্য ভূমিকা পালন করবে।