সর্বশেষঃ

ভোলার বাপ্তায় ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার ব্যক্তিগত উদ্যোগে ৭শত পরিবারের মাঝে চাল বিতরণ

ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার নিজস্ব অর্থায়েনে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কর্মহীন দুস্থ্য ও অসহায় ৭শত পরিবারের মাঝে চাল বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন বাপ্তা ইউনিয়নের মহাজন পোল এলাকায় গতকাল বুধবার দিনভর এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি ইউনিয়ন পরিষদের সামনে, হাজির হাট এলাকায় শত শত লোকের মাঝে চাল বিতরণ করেন।


বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি’র ২টি এলাকায় চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, সচিব, মেম্বারসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে ঘরে অবস্থানরত কর্মহীন অসহায় ব্যক্তিদের মাঝে চালসহ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপের সময় কোন লোক না খেয়ে থাকবে না। প্রত্যেকটা ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের নেতা তোফয়েল আহমেদ নির্দেশ দিয়েছেন, তার এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে খোঁজ নিয়ে দুস্থ্য ও কর্মহীন মানুষের মাঝে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দেয়ার জন্য। আমরা এ ধরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।