সর্বশেষঃ

করোনায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নুর হাসান হোসেন’র মৃত্যু

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় মুখ নুর হাসান হোসেন মারা গেছেন। পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে তার পরিবার জানায়, সম্প্রতি নুর হাসান হোসেন তার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখানে তিনি একটি হাসাপতালে চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হন এবং হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার পরিবার বলছে, ৮৩ বছর বয়সী সোমালিয়ার এই সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামী রীতি-নীতি অনুযায়ী ব্রিটেনেই দাফন করা হবে।

নুর হাসান ২০০৭ সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত সোমালিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

 

সুত্র : https://samakal.com/international/article/200417386

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page