সর্বশেষঃ

মনপুরায় খেটে খাওয়া ১৪৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলার মনপুরা উপকূলে করোনার প্রার্দুভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় ও নি¤œ আয়ের ১৪৫ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিলেন উপজেলা প্রশাসন।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের আয়োজনে উত্তর সাকুচিয়া ও হাজিরহাট ইউনিয়নে নি¤œ আয়ের ও খেটে খাওয়া পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, বিআরডিবি কর্মকর্তা সুমন বেপারি ও মানব সেবা সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৭৫ কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া পরিবার ও হাজিরহাট ইউনিয়নের ৪ টি ওয়ার্ডের ৭০ টি খেটে খাওয়া পরিবারের মাঝে এই খাদ্য সমাগ্রী তুলে দেওয়া হয়। এই সময় ১০ কেজি চাউল, ৫ কেজি আলু ও ২ কেজি মশুর ডাল দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।