ভোলায় শ্রমজীবী মানুষের ঘরে খাদ্য সামগ্রী নিয়ে গেলেন হাসান মিয়া
করোনাভাইরাস আতঙ্কে সরকারী নির্দেশনা অনুযায়ী শ্রমজীবী মানুষের কাজকর্ম বন্ধ থাকায় তাদের পাশে সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী ঘরে ঘরে নিয়ে তুলে দিয়েছেন ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া।
রবিবার বিকালে শ্রমজীবী মানুষের বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তিনি।
এই সময় চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া বলেন সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী কাজকর্ম বন্ধ এই ধরনের শ্রমজীবী মানুষের বাড়ীতে নিয়ে তুলে দিয়েছি, এ ছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে আমরা শুরু থেকেই মাইকিং, জীবাণুনাশক ঔষুধ ছিটানো এবং বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া বলেন ভোলা সদর আসনের মাননীয় সাংসদ আমার রাজনীতিক অভিভাবক জননেতা তোফায়েল আহমেদ এমপি মহোদয় এর সহযোগিতা এবং নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে আমরা প্রচারণা সহযোগিতা চালিয়ে যাচ্ছি, আশা করি আমাদের সচেতনতায় আল্লাহ আমাদের এই মহামারি থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।