ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
দৌলতখানে জেলেদের ২০ টন চাল পুকুরে
ভোলার দৌলতখান উপজেলায় জেলেদের নামে বরাদ্দকৃত ২০ টন চাল বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়েরহাট এলাকার আলী আশরাফ কলেজের রাস্তার পশ্চিম পাশে একটি পুকুরে ট্রাকটি পড়ে যায়। বিকাল ৫টা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা যায়নি। যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ তথ্য নিশ্চিত করে জানান, দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেদের নামে সরকারিভাবে বরাদ্দকৃত ২০ টন চাল নিয়ে আজ দুপুরে ওই ট্রাকটি ভোলা থেকে দৌলতখান উপজেলার খাদ্য গুদামের উদ্দেশে রওনা করে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতখানের দলিল উদ্দিন খায়েরহাট এলাকার আলী আশরাফ কলেজের রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। তবে এ ঘটনায় ট্রাকের কোনও লোক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।.
তিনি আরও জানান, ট্রাকটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ করছেন। ওই চাল আগামী কয়েক দিনের মধ্যে জেলেদের মধ্যে বিতরণ করার কথা ছিল। এটি দৌলতখান উপজেলার দ্বিতীয় ধাপের বরাদ্দকৃত চাল বলে তিনি জানান।
দৌলখান উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর হাসনাইন জানান, ইলিশের আভয়াশ্রম হওয়ায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার সাত উপজেলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকার, বিক্রি, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যার ফলে দৌলতখান উপজেলার জেলেরাও বেকার হয়ে পড়েন। এসময় সারাদেশের মতো দৌলতখানের ২১ হাজার ২৯৩ জন সরকারি তালিকাভুক্ত জেলের মধ্যে ১১ হাজার ৮৮৬ জনের নামে চাল বরাদ্দ হয়।