করোন মোকাবেলায় এমপি জ্যাকবের ২৫ লক্ষ টাকা অনুদান
ভোলা-৪ ( মনপুরা-চরফ্যাসন) আসনে করোনা মোকাবেলায় কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষদের ত্রাণ সহযোগিতায় ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২৫ লক্ষ টাকা অনুদান দিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি।
সোমবার সকালে মনপুরার জন্য ৫ লক্ষ টাকা ও চরফ্যাসনের জন্য ২০ লক্ষ টাকা নগদ দেন বলে জানান মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ও উপজেলা আ’লীগের সম্পাদক মোঃ জাকির হোসেন।
উপজেলা আ’লীগের সম্পাদক মোঃ জাকির হোসেন জানান, চরফ্যাসন-মনপুরায় এম.পি জ্যাকবের অনুদানের ২৫ লক্ষ টাকা কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হবে। পরে এম.পি জ্যাকব আরোও অনুদান দিবে বলে জানান তিনি।