লালমোহনে বিভিন্ন জনবহুল এলাকায় ছিটানো হলো জীবানুনাশক
ভোলার লালমোহনে করোনা ভাইরাসের সংক্রমন থেকে এলাকাবাসী কে মুক্ত রাখার প্রচেষ্টায় লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার জনবহুল স্থানগুলোতে জীবানুনাশক ছিটানো হয়েছে।
২৯ মার্চ রবিবার দুপুরে মোবাইল কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। পরে উপজেলা পরিষদের রাস্তায় জীবানুনাশক স্প্রের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমুখ।