দৌলতখানে খেটে খাওয়া মানুষের বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ইউএনও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জন সমাগম এড়াতে জন সচেতনতা সৃষ্টির লক্ষে দৌলতখানের খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু বিতরণ করা হয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ী বাড়ী গিয়ে এসকল খাদ্য সামগ্রী নিয়ে বিতরণ করেন।
আজ রোববার সকাল ১০টা থেকে ঘন্টা ব্যাপি দৌলতখান চরখলিফা ৭নং ওয়ার্ডে প্রতিবন্ধি হান্নান,মনির, ইসমাইল ,বশির খোরশেদ, ও মোরশেদের বাড়ীতে গিয়ে এসব খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহি অফিসার জিতেন্দ্র কুমার নাথ হাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপু।
এর আগে দৌলতখান উপজেলা পরিষদের চেয়াম্যান মনজুর আলম খান অসহায়দের মাঝে খাদ্র সামগ্রি বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু,ভবানিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু,সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ
উপজেলা নির্বাহি অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে করোনা ভাইরাস প্রতিরোধে সকল ইউনিয়নে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
অন্যদিকে দৌলতখান উপজেলা পৌর শহরে দূষনমুক্ত রাখতে ফায়ারসার্ভিস কর্মীরা জীবনু নাশক স্প্রে করেন