সর্বশেষঃ

আমাদের গ্রাম

ডাঃ মোঃ মহিউদ্দিন 
মেঘনা নদীর কাছে আমাদের গ্রাম
 যেন স্বর্গীয় পরিবেশ,
যেন শিল্পীর হাতে আঁকা কোন ছবি
 দেখতে লাগে বেশ।
 গ্রামবাসী গ্রামের সাথে
প্রকৃতির সাথে
যেন গলায় গলায় মিল,
সহজ সরল গ্রামের মানুষ
 স্নেহমমতা ভালবাসা চলছে অনাবিল।
চৌদিকে এ জেলার
বইছে মেঘনা নদী,
জোয়ার-ভাটায় কলকল ছলছল
বইছে নিরবধি।
বন্ধুর মতো পাশের গ্রাম
নাম যে তার শিবপুর,
 ভোলা শহরের পূর্ব পাশে
নয়তো বেশি দূর।
মেঘনার বুকে জেগে উঠা চর
 নাম যে তার মদনপুর,
সেথায়  মিলেমিশে বসত করে
 জেলে চাষী দিন মজুর।
উত্তরে তার বাপ্তা -কাচিয়ার অবস্থান,
 কি যে সুন্দর নৈসর্গিক ছবি
 এসব দেখে আমি কি বসে থাকতে পারি
না হয়ে কবি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।