দৌলতখানে বাজার বন্ধ রাখতে ইউএনওর নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের অভিযান

দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, নৌবাহিনীর যৌথ অভিযানে দৌলতখানের বিভিন্ন হাট বাজারসহ জনসমাগম এড়াতে দোকানপাট বন্ধ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথে’র নেতৃত্বে নৌ-বাহিনী ও পুলিশ উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে অভিযান চালিয়েছেন।
দৌলতখান উপজেলা সদর, রাধাবল্লভ বাজার, চরপাতা এলাকা, মেয়ারহাট, দলিল খায়ের হাট, সুবেদারের মোড়, এসব এলাকায় অভিযান চালিয়ে দোকান-পাট বন্ধ করে দেন। একই সাথে লোকজনকে নিরাপদে যার যার বাড়ীতে চলে যেতে বলেন উপজেলা নির্বাহী অফিসার।


এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওষুধ এবং নিত্যপণ্যের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, দৌলতখানে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক কলেজ ছাত্র আইসোলেশন ওয়ার্ডে ভর্তি’র ঘটনায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তার রক্তের নমুনায় কোন করোনা ভাইরাস নেই বলে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার কাছে বার্তা প্রেরণ করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।