সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দৌলতখানের বাজার ব্যবসায়ীর
নিহত শহীদের মৃতদেহ দেখতে স্বজনদের ভিড়
ভোলার দৌলতখান উপজেলার পৌর শহরের জুতার ব্যবসায়ী শহীদ নামে এক যুবক বাড়ী ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত শহীদ উপজেলার সৈয়দপুর ১নস্বর ওয়ার্ডের মৃত ছাদেকের ছেলে। শুক্রবার ২৭ মার্চ বিকেল ৫টায় ভোলার ইলিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিলে চিকিৎসক প্রথমে বরিশাল মেডিকেল, তারপর ঢাকা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত শহীদের পরিবার স্বজনরা জানায়, ২৫ মার্চ শহীদ তার জুতার দোকানের ব্যবসায়ীক কাজে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। ঢাকা থেকে তার ব্যসায়ীক কাজ শেষে গতকাল বাড়ীর উদ্দেশে রওয়ানা হন। ভোলার ইলিশা নামক স্থানে পৌঁছালে ঘুমন্ত অবস্থায় দ্রুতগামী মাহিন্দ্রা (যান) থেকে পরে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত পান। পরে ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যু বরন করেন ।