ভোলা ইলিশায় করোনা ঝুঁকি এড়াতে ইলিশা ইউনিয়ন পরিষদের জীবাণুনাশক স্প্রে
করনো ভাইরাসের সংক্রামন রোধে প্রতিরোধ মুলক ব্যবস্থা হিসাবে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাসান মিয়ার উদ্যােগে, ক্লিনিক, সড়ক ও বিভিন্ন গন-পরিবহনে জীবানুনাশক স্প্রে করা হয়েছে।
আজ শনিবার বিভিন্ন এলাকায় এ জীবানুনাশন স্প্রে কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জনগনকে সচেতন করতে লিফলেট বিতরন ও মাইকিং করা হয়। বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে জীবানুনাশক পানি স্প্রে কার্যক্রম শুরু করেন। গুরুত্বপূর্ন সড়কে পরিষদের গ্রাম পুলিশ দিয়ে জীবানুনাশক পানি স্প্রে করেন। এসময় তারা রাস্তায় চলাচলকারী যানবাহনেও জীবানু নাশক স্প্রে করা হয়।
এদিকে জরুরি প্রয়োজনীয় ওষুধের দোকান ছাড়া বিকেল ৫টার মধ্যে সকল নিত্য প্রয়োজনীয় দোকান বন্ধ রাখার নিদের্শ দিয়েছে জেলা প্রশাসন।
জন সমাগম ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে টহল দিচ্ছে নৌ বাহিনী, পুলিশ ও র্যাব।