ভোলার ইলিশায় ৮৫ মসজিদে সাবান ও মাস্ক বিতরণ করলেন সেচ্ছাসেবী সংগঠন

সারা পৃথিবীতে এখন বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস(কোভিড-১৯)। এই ভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিন দিন আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ রোগের তেমন প্রতিষেধক না থাকায় সতর্কতা, সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়।

ইতোমধ্যে সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল দোকান এবং যানবাহন বন্ধ করে দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় মালামালের দোকানে প্রতিদিনই লোকজন আসা যাওয়া করছে।সেসব জায়গায় সামাজিক দূরত্ব নিশ্চিত রাখার জন্য প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করে যাচ্ছে।

সেই লক্ষ্য মসজিদে মুসুল্লিরা অযুখানায় সাবান ব্যবহারের জন্য ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮৫টি মসজিদে দুইটি করে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল যোগে ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা মসজিদে মসজিদে গিয়ে দিয়ে এসেছেন।

এই সময় উপস্থিত ছিলেন ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন এর সহ সভাপতি ইকবাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ খলিফা, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক ছাদ্দাম হোসেন, কবির হোসেন,মোঃ সোহেল, মোঃ হাসানপ্রমুখ৷

এইদিকে এই সংগঠনের কার্যক্রমে শুরু থেকেই সার্বিক সহযোগিতা করে আসছেন ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া, সমাজ সেবক নুরে আলম, সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন রুবেলসহ অন্যরা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সংবাদকর্মী ইয়ামিন হাওলাদার বলেন, আমরা এর পরে হতদরিদ্র মানুষের তালিকা করে সামর্থ অনুযায়ী সামগ্রী বিতরণ করবো এই জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।