করোনা ভাইরাস প্রতিরোধে লালমোহনে জীবানু নাশক ওষুধ স্প্রে
ভোলার লালমোহনে করোনা ভাইরাস প্রতিরোধে লালমোহন পৌর শহরের বিভিন্ন সড়কে জীবানু নাশক ওষুধ স্প্রে করছেন পৌর কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে পৌরসভা মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের নির্দেশে পৌর কর্তৃপক্ষ এ স্প্রে করা শুরু করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ইতিমধ্যে লালমোহন উপজেলা বিভিন্ন হাট-বাজার বন্ধ করে দেয়া হয়েছে। লোকজনকে বাড়ীতে থাকতে বলা হয়েছে। লালমোহন পৌর শহরসহ উপজেলার হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় দোকানগুলো সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। এছাড়াও সকলকে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছেন প্রশাসন। লালমোহন হাট-বাজারসহ বিভিন্ন রাস্তা-ঘাট এখন জনশূন্য হয়ে পড়েছে। সাধারণ মানুষ করোনার ভয়ে এখন ঘর থেকে বের হচ্ছে না।