তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
করোনা প্রতিরোধে দৌলতখানে কেউ ক্ষুধার্ত থাকবে না:এমপি মুকুল
করোনা আতঙ্কে কাঁপছে সারা দুনিয়া। লকডাউন হয়েছে অনেক দেশ ও ব্যস্ত শহর। স্থবির হয়ে গেছে বাংলাদেশও। বন্ধ হয়েছে সরকারি-বেসরকারি অফিস। রাস্তাঘাটে নেই মানুষজন।
এমনি অবস্থায় জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন খেটে খাওয়া দিন মজুররা। দৌলতখান উপজেলার এমন অসহায় মানুষদের বাসায় খাবার ও নিত্য প্রয়োজনীয় মালামাল পৌঁছানোর লক্ষে ভোলা-২ আসনের সংসদ আলী আজম মুকুলের নির্দেশে দৌলতখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়েছে। তিনি এই করোনা ভাইরাস প্রতিরোধে দৌলতখানের জন সাধারনের উদ্দেশে বলেন, জন সমাগম এড়িয়ে চলতে আপনারা নিজ নিজ উদ্যোগে সচেতন হন । সবাই সরকারের ও স্থানিয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। খেটে খাওয়া অসহায় মানুষদের সাহায্যার্থে দৌলতখান উপজেলার প্রত্যেকটি ইউনিয়েনে একটি করে স্বেচ্ছাসেবী কমিটি গটন করা হবে । তারা অসাহয় মাুনষদের ঠিকানা সংগ্রহ করে নিত্য প্রয়োজনীয় মালামাল পৌছিয়ে দিবে । আজ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি টেলি কনফারেন্সে উপজেলা প্রশাসনকে এই নির্দেশ দেন । এ সময় উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার ,উপজেলা ভাইস চেয়াম্যান ছিদ্দিক মিয়া ,ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু ,হাজিপুর ইউনিয়ন চেয়াম্যান হামিদুর রহমান টিপুসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মরা।