ভোলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে চিহ্ন !
করোনা সংক্রমনের ঝুুঁকি এড়াতে জন সমাগম ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ভোলায় জরুরি ব্যবসায়িক প্রততিষ্ঠানে চিহ্ন দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসন ও ইয়ুথ নেটওয়ার্ক এ কার্যক্রম শুরু করে। এ সময় জেলা সদরের বিভিন্ন ঔষধ ফার্মেসি, মুদি দোকান ও ফলের দোকানগুলোতে সাদা রং দিয়ে চিহ্ন একে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মো. জাহেদ, কালবেলা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, দেশটিভি প্রতিনিধি ছোটন সাহা, ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জান্নাতুল আরোহী, সদস্য মো. সাদ্দাম প্রমুখ।
এ সময় শহরের অর্ধ শতাধিক দোকানে চিহ্ন অংকন করে দেয়া হয়। চিহ্ন অংকের পর থেকে ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-কাটা শুরু করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জানান, করোনা সংক্রামন ঝুঁকি মোকাবেলায় জেলা প্রশাসনের নির্দেশে জরুরি প্রয়োজনের দোকান বিশেষ করে ঔষধ ফার্মেসি ও মুদি দোকানে চিহ্ন একে দেয়া হয়। জন সচেতনতা সৃষ্টির জন্য এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে মাস্ক না পরার কারনে শহরে ১৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।