দোকান খোলা রাখা ও আড্ডা দেওয়ায় ৭ জনকে জরিমানা

প্রশাসনের নির্দেশ অমান্য করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ীসহ সাত জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন এই জরিমানা করেন। দোকান খোলা রাখায় চার ব্যবসায়ী ও আড্ডা দেওয়ার তিন জনকে ৫০০ টাকা করে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ফাঁসিতলা, চাঁদপাড়া, কোচাঁশহর ও মহিমাগঞ্জ এলাকায় অভিযান চালায়। এসময় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখা ও আড্ডা দেওয়ায় সাত জনকে আটক করা হয়। পরে প্রত্যেকের কাছে ৫০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।