বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
ভোলায় বিহিন্দি জাল দিয়ে অবৈধভাবে নানা প্রজাতির মাছ নিধনের মহোৎসব
ভোলায় নিষিদ্ধ সময়েও ইলিশা মেঘনা নদীতে অবৈধ বিহিন্দি মশারী জাল দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার নানা প্রজাতির মাছ শিকার করছেন প্রভাবশালী ফারুক বেপারীগং।
বৃহস্পতিবার ভোরে পূর্ব ইলিশা দালালকান্দি ফারুক বেপারীর ঘাটে গিয়ে দেখা যায় তিনি সাদা পাঞ্জাবি গায়ে দাঁড়িয়ে আছে আর বিভিন্ন প্রজাতির কয়েক মন মাছ শিকার করে তার লোকজন দিয়ে বড় ছোট আলাদা করছেন।
জানা যায়, প্রতিদিন সকালে ঐ ঘাটে প্রকাশ্যে এই ভাবে মাছ শিকার করে আনা হয়, যত বড় অভিযানই হোক না কেন ফারুক বেপারীর ঘাট সচল থাকে বলে জানান তার ঘাটের লোকেরা।
অভিযোগ রয়েছে প্রশাসন ইলিশার অন্যঘাটে অভিযান করলেও ফারুক বেপারীর কাছে অসহায়।
নদীতে মশারী আর বিহিন্দি জালে ছোট বড় নানান প্রজাতির মাছ শিকার করলেও মৎস্য বিভাগ ও কোস্টগার্ড নিশ্চুপ, শুধু ছোট ছোট জেলেদের উপর নদীতে গিয়ে আটক করে জেল-জরিমানা করা হয় কিন্তু প্রভাবশালী ফারুক বেপারীর বিহিন্দি জাল দেখেও না দেখার বান ধরে তারা।
এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা কে ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।