সর্বশেষঃ

নিউইয়র্কে ২১১ পুলিশ করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ২১১ সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নেয়া হয়েছে।

পুলিশ ইতোমধ্যেই নিউ ইয়র্ক সিটির পার্কগুলোতে টহল শুরু করেছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। মঙ্গলবার স্থানীয় পুলিশ অধিদফতর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার, বাকিরা সাদা পোশাকের। এনওয়াইপিডি পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে যেন বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিসট্যান্স) বজায় রাখেন।

এছাড়া দেশটিতে গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ফেডারেল সরকার ৪০০ সেট পূর্ণাঙ্গ চিকিৎসা সামগ্রী (ভেন্টিলেটর) সরবরাহ করেছে, যা নিউ ইয়র্ক সিটির হাসপাতালগুলোতে বিতরণ করা হবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৩৬ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৮৭ জন, মৃত্যু হয়েছে ৬৮৯ জনের। এছাড়া, সেখানে এখনও ৫২ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ১ হাজার ১৭৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এপর্যন্ত ৩৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।