সর্বশেষঃ

দৌলতখানে করোনা প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে মাঠে নেমেছে প্রশাসন

দৌলতখান পৌর শহরে অভিযান পরিচালনা করছেন প্রশাসন

করোনা ভাইরাসের কারণে ভোলার দৌলতখান উপজেলার সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপলক্ষে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে । বুধবার সকাল থেকে দৌলতখান বাজারসহ উপজেলার সকল হাট বাজার বন্ধ কার্যকর হবে । তবে ঔষধের দোকান, কাঁচা বাজার ও মুদি দোকান খোলা থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ জানান। এদিকে মঙ্গলবার উপজেলা প্রশাসান অভিযান চালিয়ে সকল হোটেল রেস্তরা বন্ধ করে দিয়েছে ।

বন্ধ রয়েছে বিভিন্ন হাট-বাজারের সাপ্তাহিক হাট। এদিকে বাজার হাট বন্ধের ঘোষনায় নিম্ম আয়ের মানুষ গুলো সরকারী ভাবে সাহায্য সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার দৌলতখান থেকে কোন যাত্রীবাহি লঞ্চ ছেড়ে যায়নি। দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা আনিসুর রহমান জানান, দৌলতখান উপজেলায় ৯৬ প্রবাসী বিভিন্ন দেশ থেকে গত কয়েকদিনে এসে অবস্থান করছে । তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, গতকাল এক শিক্ষার্থীকে করোনা আক্রান্ত সন্দেহে দৌলতখান হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে ।
এই জন্য করোনা ভাইরাস প্রতিরোধে জন সমাগম এড়াতে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।