ঘাটের দালালদের সহযোগিতায় ভোলায় ঝুঁকি নিয়ে ট্রলার ও স্টিল বডিতে আসছে হাজার হাজার মানুষ

করোনাভাইরাস রোধে সরকার সড়ক পথ ও নৌ পথ বন্ধ করলেও অবৈধ ট্রলার, স্টিল বডি আর স্পিডবোটে গতকাল রাত থেকে জীবনের ঝুঁকি নিয়ে ধারন ক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি যাত্রী নিয়ে মজু চৌধুরীর ঘাট থেকে ইলিশা ঘাটে আসছেন যাত্রীরা।
বুধবার ( ২৫ মার্চ) ইলিশা ঘাটে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এদিকে সরকারী ভাবে লোকসমাগম কম থাকার কথা থাকলেও ঈদের আমেজের মতো হাজার হাজার মানুষ জেলার বাহির থেকে ভোলায় আশায় হতাশ সচেতন মহল।
সচেতন মহলের ভাস্যমতে, হাজার হাজার লোকের মধ্যে তারা সুস্থ সবাই এর গ্যারান্টি কি? তবে প্রশাসন নৌ পথে এই অবৈধ ট্রলার স্টিল বডি বন্ধের কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় হতাশা ব্যক্ত করেছেন অনেকে।
ইলিশার এক স্কুল শিক্ষক বলেন, সারা দেশ যখন আতঙ্কে রয়েছেন আর ইলিশা ঘাটে আসলে মনে হয় ঈদের আমেজ বইছে।
ভোলার নৌ পুলিশের ওসি বলেন, আমাদের এখান থেকেতো বন্ধ এগুলো মজু চৌধুরীর ঘাট থেকে আসছে।
এদিকে ইলিশা ঘাট পরিদর্শনে গিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।