দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলাসহ সারাদেশে গণপরিবহন বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলাসহ সারা দেশে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দিয়েছেন বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আজ বিকেল থেকে ভোলার সাথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল নৌযান সহ সকল গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।