সর্বশেষঃ

ভোলা সদর উপজেলা নতুন নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর যোগদান

ভোলা সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ মিজানুর রহমান। দুপুরে ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ আনুষ্ঠানিকভাবে বরণ করেন নেয় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

ভোলা সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেনের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী ইউএনও কামাল হোসেন ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করেন। যোগদানের প্রথম দিনিই ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে করোনাভাইরাস বিষয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন। গত ২২ মার্চ বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদানের পরে তাকে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাকে পদায়ন করা হয়।
জানা গেছে, ৩০তম বিসিএস (প্রশাসন) এর কর্মকর্তা সর্বশেষ এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রী কার্যালয় এর এসাইম্যান্ট অফিসারের দায়িত্ব পালন করেন। তার বাড়ী ঢাকার সভারে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page