ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত-২
ভোলায় ট্রলির ধাক্কায় এক বৃদ্ধসহ দুই জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম জয়নাল আবেদীন (৮০)। সে ওই গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে বলে জানা গেছে।
অপরদিকে ট্রলি হেলপার ওহিদ ঘটনাস্থলে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওহিদ একই এলাকার বাসিন্দা মোঃ মুনাফ এর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ জয়নাল তার বাড়ির সামনের পাকা সড়কের পাশে বসা ছিলেন। এমন সময় ঘাতক ট্রলি চালক পান্না ইট ভাটা থেকে ইট বোঝাই করে ভোলার দিকে যাওয়ার পথে পথিমধ্যে ওই বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে ট্রলি চালক পলাতক রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।