দৌলতখানে করোনা আক্রান্ত সন্দেহে এক যুবক আইসোলেশনে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দৌলতখান উপজেলায় এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গবার দুপুরে ভর্তির পরপরই তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।

তবে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) ব্যবস্থা নিতে হাসপাতালের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছ।
ওই যুবকের বাড়ী দৌলতখান উজেলার মাষ্টার পাড়া এলাকায়।

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান এই বিষয় নিশ্চিত করে বলেন,

ওই যুবকের ভিতর করোনা সংক্রমনের লক্ষণ গুলো দেখা গেছে। অসুস্থ অবস্থায় ওই যুবক কে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার করোনার উপসর্গ পেয়ে সন্দেহে তাকে আইসোলেশনে পাঠায়। হাসপাতালের চিকিৎসকেরা বিশেষ পোশাক পরে তাঁর চিকিৎসা করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।