সর্বশেষঃ

ভোলা সদর উপজেলায় করোনা বিষয় সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাস বিষয় সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। ২৩/০৩/২০ ইং তারিখে ভোলা সদর উপজেলার নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে সোমবার বিকেল ৪টার সময় মিলনায়তনে করোন ভাইরাস সম্পর্কে আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের প্রচার সম্পাদক বাপ্তা ইউপি চেয়রম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার সুব্রত রায়, ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা পিআইও জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার সোহেন, উপজেলা কৃষি কর্মকতা রিয়াজ উদ্দিন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, আলিনগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন, ধনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, উত্তর দিঘলদী ইউপি চেয়ারম্যান মনসুর, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাজল মাস্টারসহ ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ভোলা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভোলার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ হাট-বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ঢাকা থেকে যে সকল যাত্রী লঞ্চযোগে ভোলায় আসেন তাদের স্প্রে করানোর মধ্যমে প্রবেশ করানো হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসকল বাজার ঘাটে জনসমাগম বেশি মনে হয় ওই এলাকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশও দেওয়া। অফিস-আদালতসহ গুরুত্বপূর্ণ জায়গায় জনসমাগম যাতে না হয় সেদিকেও গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাচিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব বলেন, আমার এলাকার হতদরিদ্র যে সকল মানুষ রয়েছে তাদের ঘরে ঘরে সাবান বিতরণ করিছি। জনসমাগম বেশি মনে হয় এমন এলাকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ বলেন, ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নের গুরুত্বপূর্ন জায়গায় স্প্রে করা হবে। এবং প্রতিটি বাস কাউন্টারসহ লঞ্চ টার্মিনাল জনসম না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো সচেতনামুলোক এই আলোচনা সভায়।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।