হাত ধোয়ার সামগ্রী বিতরণসহ

ভোলায় করোনা এড়াতে পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের প্রচারণা

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলরের লিফট বিতরণ। ছবিঃ দৈনিক ভোলার বাণী।

ভোলায় করোনা সংক্রমণ এড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর এরফানুর রহমান মিথুন মোল্লার পক্ষ থেকে প্রচারণা এবং সাবান ও হাত ধোয়ার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ( ২৩ মার্চ) সকালে তার নেতৃত্বে শহরের সদররোডসহ বিভিন্ন এলাকা ঘুরে পথচারি, রিক্সাচালক, ট্রাকচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনা সংক্রমণ এড়াতে ও সচেতনতা সৃষ্টি করতে প্রত্যেকের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ঘুরে ঘুরে হ্যান্ড স্যানিটাইজার দ্বারা পথচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাত ধৌত করা হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এসময় বিভিন্ন মসজিদে সাবান এবং হাত ধোয়ার উপকরণও বিতরণ করেন তিনি।

জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ কালে মিথুন মোল্লা করোনা ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান এবং করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ব্যাপারে অবহিত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।