সর্বশেষঃ

শ্বশুরবাড়িতেই জামাইকে রাখা হলো কোয়ারেন্টাইনে

একই সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন ওই ব্যক্তির স্ত্রী, শ্বশুর, শাশুড়ি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সেখানেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তিকে। একই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির আরও তিন সদস্যকেও কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে ওই পাঁচজনকে কোয়ারেন্টাইনের নির্দেশ দেয় নাসিরনগর উপজেলা প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তি ও তার স্ত্রী গত ৭ মার্চ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। পরে নিজ বাড়ি থেকে শুক্রবার তারা নাসিরনগরে শ্বশুরবাড়ি যান। এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্টদের কাছে জানালে শনিবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নাসিরনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পরিদর্শক কবির হোসেন জানান, ওই প্রবাসী, তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও তাদের গৃহপরিচারিকাকে হোম কোয়ারেনন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page