সর্বশেষঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩ রোগী শনাক্ত

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন মানুষ। রবিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে করোনায় নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন বিদেশফেরত ব্যক্তি রয়েছেন। অন্যজন পূর্ববর্তীদের সংস্পর্শে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে।

এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।