ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১২
ঢাকা-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় ঢাকা-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।