চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু
ভোলার চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়ের দঃনাজিমুদ্দিন ৮নং ওয়ার্ড রবিবার সন্ধায় মরিচ খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এরা হলেন- আঃ খালেক সিকদার ও তার ছেলে গনি সিকদার।
নিহতের স্বজনরা জানান, সন্ধায় মর্টার দিয়ে মরিচ খেতে পানি দেয়ার সময় মর্টারের লিক তারে জড়িয়ে পিতা ও পুত্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।