তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কাশিমপুর কারাগারে নিজের লিঙ্গ কর্তন করলেন বন্দি!
ওই কারাবন্দি জানান, তিনি নিজেই রাগান্বিত হয়ে ঘটনাটি ঘটিয়েছেন
কেরানীগঞ্জের কাশিমপুর কারাগারের এক বন্দি হাজতে থাকা অবস্থায় নিজের লিঙ্গ কেটে ফেলেছেন বলে জানা গেছে।
শনিবার (২১ মার্চ) রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান কারারক্ষীরা।
ঢামেকে ভর্তি ওই কারাবন্দির নাম মোহাম্মদ হোসেন (৩০)। তিনি সাভারের রেডিও কলোনি এলাকার বাসিন্দা। একটি হত্যা মামলায় তিনি ২৮ মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢামেকের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা শেষ ওই ব্যাক্তিকে ইউরোলজি বিভাগ পাঠানো হয়েছে।
এ বিষয়ে আহত ওই কারাবন্দি জানান, তিনি নিজেই রাগান্বিত হয়ে ঘটনাটি ঘটিয়েছেন। তবে কী কারণে এমনটি করেছেন তা জানাননি।