সর্বশেষঃ

এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

জিয়াউল হক জানান, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) পেছানো হবে কিনা সে বিষয়ে আগামী সোমবার (২৩ মার্চ) সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২১ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এমন তথ্য জানান।

২৩ মার্চ মন্ত্রিপরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে।

জিয়াউল হক জানান, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিকভাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য এ বিষয়ে একটি প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।

এর আগে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।