ইতালিতে আরো এক বাংলাদেশির মৃত্যু
ইতালিতে ফরিদ খান নামে (৬০) এক বাংলাদেশি মারা গেছে। শনিবার আনুমানিক সময় রাত ১০ টায় ত্রিয়েসতে নামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে তার আত্মীয় রাজন (নাতি) জানান, চলতি মাসের ৭ তারিখ তিনি অসস্থ্য হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার পরীক্ষা করলে তার শরীরে ডায়াবেটিস ও ফুসফুস জনিত রোগা ধরা পড়ে। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার তিনি না ফেরার দেশে চলে যায়।
পরিবার নিয়ে ইতালির উত্তরপূর্ব মনফালকান নামক এলাকায় বসবাস করেন। তিনি ইতালিতে প্রায় ৩০ বছর বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক। তার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুরে থানার গৌরীপুর গ্রামে। মৃত্যুকালে চার মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। লাশ আপাতত মর্গে রাখা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপের সমস্ত ফ্লইট বন্ধ থাকায় কাল সিদ্ধান্ত হবে লাশ দেশে পাঠাবে কিনা।
উল্লেখ্য, এর আগে একজন বাংলাদেশি প্রাণঘাতী করোনায় মারা গেছে। একদিনের ব্যবধানে তিনিও মারা গেলেন।