লালমোহনে হোম কোয়ারেন্টিনের শর্ত লঙ্ঘন করায় ১জনকে জরিমানা

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়ায় এলাকার এক প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টিনের শর্ত অমান্য করে এলাকায় ঘুরে বেরাচ্ছে। শুক্রবার রাতে ঘটনা স্থলে গিয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ওই প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, লালমোহন সদর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মহসিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমূখ।