ভোলায় ‘গবাধিপশু পালন’ বিষয়ক ১০১ তম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন
লালমোহনে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীর ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা
ভোলা লালমোহনে বাজার মনিটরিং মোবাইল কোর্টে অভিযান পরিচালিত হয়েছে । ২১ মার্চ শনিবার সকালে এ মোবাইল কোর্টে অভিযান চালানো হয় । এতে বাজারের ৭ ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত । আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি বাজার মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করেন । চাউলের আড়ৎ ও মুদি ব্যবসায়ীদের মূল্য তালিকা না করে নিজের ইচ্ছামতো চাল ও মুদি মালামালের মূল্য বৃদ্ধি করে বিক্রয় করার কারনে ভোক্তা অধিকার আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি চাউলের আড়তদার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ১টি মুদি দোকানকে ২০ হাজার টাকাসহ মোট ১লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এসময় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, ওসি (তদন্ত) বশির আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ লালমোহন বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।